ভোরে নামছে আর্জেন্টিনা, মেসিহীন একাদশে বড় চমক
- ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮
ফুটবল যেন এক নীরব যুদ্ধ কিংবা অনুভব, যার প্রতিটি পাস আর গোল যেন হৃদয়ের ছন্দে বাঁধা অধ্যায়। যেই ছন্দে সবচেয়ে নিখুঁত সুর, লিওনেল মেসি। এই তো কয়েকদিনে আগেই মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিতে বইয়ে যাচ্ছিল আবেগের ঢেউ, সেদিন ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে শেষবারের মতো আকাশী-সাদা জার্সিতে নেমেছিলেন মেসি। করতালি, চোখের জল আর মেঘলা আকাশের নিচে নিশ্চুপ বিদায়ের গল্প লিখেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এবার বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি, ফলে আবারও বাজবে বাঁশি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে অনুপস্থিত এক চিরচেনা মেলোডি—মেসি।
আর্জেন্টিনার গণমাধ্যম বলছে, বিশ্রাম অজুহাতে তার ক্লাব যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে ফিরেছেন মেসি। তার অনুপস্থিতিতে এক নতুন চিত্রপট গড়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি, যেখানে বেশ কয়েকটি পরিবর্তন আসছে। সবমিলিয়ে মেসির না থাকা যেন এক পরীক্ষা; যদিও কিছু তরুণ ও নতুন মুখ যারা গত ম্যাচে বেঞ্চে ছিলেন, তারা এবার নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন।
গেল ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করা লাউতারো মার্টিনেজ এবার শুরুর দিকে নিশ্চিতভাবেই থাকছেন। পাশাপাশি সম্প্রতি চোট কাটিয়ে ফেরা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও নিশ্চিতভাবে মাঝমাঠে থাকছেন। তবে লিভারপুল এই তারকার জায়গায় এক্সেকিয়েল পলাসিওসকেও দেখা যেতে পারে।
অবশ্য, রক্ষণভাগেও পরিবর্তন থাকছে। গেল ম্যাচে হলুদ কার্ড পেয়ে নিষিদ্ধ রোমেরোর জায়গায় তরুণ ডিফেন্ডার লিওনার্দো বালার্দি আসছেন। ডানপ্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় গনসালো মন্টিয়েল এবং বামপ্রান্তে নিকোলাস তাগলিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। এছাড়া আক্রমণভাগে মেসির জায়গায় তরুণ নিকোলাস পাজের পাশাপাশি লাউতারোর সঙ্গে হুলিয়ান আলভারেজের ওপর ভরসা রাখতে পারেন স্ক্যালোনি।
সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার/এক্সেকিয়েল পলাসিওস, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ/জুলিয়ানো সিমিওনে এবং নিকোলাস গঞ্জালেস।