কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল?
- ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গণনা। এর আগে বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।
নির্ধারিত ৮টি ভোটকেন্দ্রে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে, তার হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে মোট ৬৮.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আর কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলে মোট ১৩০০ জন ভোটারের মধ্যে ১০৮৩টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। ওই কেন্দ্রের শহীদুল্লাহ্ হলে ২০০৫ জন ভোটারের মধ্যে ১৬০৯ এবং ফজলুল হক মুসলিম হলে ১৭৭২ জন ভোটারের মধ্যে ১৪৪৩ জন ভোট দিয়েছেন। শতকরার হিসেবে এটি যথাক্রমে ৭৫ ও ৭৯ ভাগ।
এ ছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হলের মধ্যে জগন্নাথ হলের ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৩১টি। এ হলে মোট ভোটার ছিলেন ২ হাজার ২২২ জন। এ হিসেবে জগন্নাথ হলের মোট ভোটারের ৮৩ শতাংশ কাস্ট হয়েছে। এ ছাড়া সার্জেন্ট জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৬০ জন। অর্থাৎ এ হলে ভোট কাস্ট হয়েছে ৮৪ দশমিক ৪৬ শতাংশ। আর স্যার ফজলুল হক মুসলিম হলের মোট ভোটার সংখ্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ৫৫৩টি, যা ৮২ দশমিক ৮৩ শতাংশ।
শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক বলেন, এ কেন্দ্রের তিনটি বুথে সবমিলে মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হয়েছে। শতকরার হিসেবে এটির হার ৮৩.২১ ভাগ।
উদয়ন ভোট কেন্দ্রে মোট ভোটার ৬১৫৫। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৫৩১৫টি। ভোট কাস্টিংয়ের হার ৮৫ শতাংশ। এর মধ্যে সূর্যসেন হলের ১৫০৬ জনে ভোট দিয়েছেন ১৩১৬ জন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভোট কাস্ট হয়েছে ১৩১৫টি। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৭৫৩ জন। শেখ মুজিবুর রহমান হলের ১৬৬৫ ভোটারের মধ্যে কাস্ট হয়েছে ১৩৭৯টি। আর কবি জসীম উদদীন হলে মোট ভোটার ছিলেন ১৩০৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১১৭ জন।