এশিয়া কাপে নতুন দায়িত্বে নান্নু
- ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯
টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল। এই টুর্নামেন্টের ১৭তম আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
মহাদেশীয় এই টুর্নামেন্টের এবারের আসরে নতুন দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু৷ আসন্ন এশিয়া কাপে টেকনিক্যাল কমিটিতে আছেন জাতীয় দলের সাবেক এই প্রধান নির্বাচক। তবে ভিসা জটিলতার কারণে এখনো আমিরাতে যেতে পারেননি। ভিসা পেলে আজই উড়াল দিতে পারেন তিনি। এবারের এশিয়া কাপে পাঁচটি দেশ থেকে থাকছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা৷
এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিচ্ছে, গেলবারের তুলনায় দুটি দল বেড়েছে। গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এবারের টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে একবার করে একে অপরের সঙ্গে খেলবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে জায়গা করে নেবে। সেখান থেকে সেরা দুই দল আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইতে শিরোপা নির্ধারণী ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গ্রুপ পর্বে সব ম্যাচ আবুধাবিতে খেলবে বাংলাদেশ। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। এছাড়া ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।