ইউরোপে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: কোন দেশে সহজ, কোথায় সীমাবদ্ধতা বেশি

ইউরোপে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে যেসব দেশে জেনে নিন
ইউরোপে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে যেসব দেশে জেনে নিন © প্রতীকী ছবি

উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের দিক থেকে ইউরোপ সবসময়ই অন্যতম পছন্দের জায়গা। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রায় ১৭ লাখ ৬০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা মোট শিক্ষার্থীর প্রায় ৮ দশমিক ৪ শতাংশ।

ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থাকা দেশগুলো শিক্ষার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ, ভিসা–পরবর্তী নীতি, নিরাপত্তা, জীবনমান, ইংরেজি মাধ্যমে পড়াশোনা এবং সাংস্কৃতিক পরিবেশ শিক্ষার্থীদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন কি না? উত্তর হলো—হ্যাঁ, পারবেন। তবে কোথাও অনুমতি লাগে, কোথাও লাগে না।

কোথায় ওয়ার্ক পারমিট লাগে, কোথায় লাগে না

ইউরোপের প্রায় ৩০টি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারেন। এর মধ্যে ১৪টি দেশে কোনো ওয়ার্ক পারমিট লাগে না। দেশগুলো হলো—যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। দ্রুত কাজ শুরু করার সুযোগ থাকায় এই দেশগুলো শিক্ষার্থীদের কাছে বেশ আকর্ষণীয়।

অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, গ্রিস ও ইতালিতে ইইউ/ইইএ’র বাইরের শিক্ষার্থীদের জন্য পারমিট বাধ্যতামূলক। আবার চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়ায় ক্ষেত্রবিশেষে অনুমতির প্রয়োজন হতে পারে। অন্যদিকে আটটি দেশ সব শিক্ষার্থীর জন্য পারমিট বাধ্যতামূলক করেছে। দেশগুলো হলো—স্পেন, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, নরওয়ে, মাল্টা, লুক্সেমবার্গ, আইসল্যান্ড ও সাইপ্রাস।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

কাজের সময়সীমা

বেশির ভাগ দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। তবে ব্যতিক্রম আছে—লুক্সেমবার্গে সীমা ১৫ ঘণ্টা, আর নেদারল্যান্ডসে ১৬ ঘণ্টা। গ্রীষ্মকালীন ছুটি বা সেমিস্টার বিরতিতে অনেক দেশে পূর্ণকালীন কাজেরও সুযোগ থাকে।

ঘণ্টাপ্রতি আয়

বিভিন্ন দেশে শিক্ষার্থীদের ঘণ্টাপ্রতি আয়ে বড় পার্থক্য আছে।

*সর্বনিম্ন: বুলগেরিয়া (€৩.৩২), হাঙ্গেরি (€৪.১৯), এস্তোনিয়া (€৪.৩০), লাটভিয়া (€৪.৪৭), স্লোভাকিয়া (€৪.৬৯);

*সর্বোচ্চ: লুক্সেমবার্গে শিক্ষার্থীরা ঘণ্টায় গড়ে €১৮ আয় করেন। এরপর রয়েছে আইসল্যান্ডে €১৬–১৮, নরওয়েতে €১৬.৮৬, ডেনমার্কে €১৪.৭৪, নেদারল্যান্ডসে €১৪.৪০, আর যুক্তরাজ্যে €১৪.০৯;

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

কোন দেশে কত আন্তর্জাতিক শিক্ষার্থী

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইউরোপে গড়ে ৮.৪ শতাংশ শিক্ষার্থী বিদেশ থেকে এসেছে।

*সর্বোচ্চ হার: লুক্সেমবার্গ (৫২.৩ শতাংশ), মাল্টা (২৯.৬ শতাংশ), সাইপ্রাস (২২.৩শতাংশ);

*সর্বনিম্ন হার: গ্রিস (৩ শতাংশ), ক্রোয়েশিয়া (৩.৭ শতাংশ), স্পেন (৪.৩ শতাংশ);

সংখ্যার হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য—প্রায় ৭ লাখ ৩২ হাজার শিক্ষার্থী (২৩ শতাংশ)। ইইউর মধ্যে সর্বাধিক শিক্ষার্থী আছে জার্মানিতে (৪ লাখ ২০ হাজারের বেশি)। এরপর ফ্রান্সে ২.৭৬ লাখ, ইতালিতে ১.০৬ লাখ এবং স্পেনে ১.০২ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছে।

তথ্যসূত্র: ইউরোনিউজ