যুগান্তকারী ক্যান্সার টিকার সফল ট্রায়াল চালালো রাশিয়া
- ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬
মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ) জানিয়েছে, তাদের তৈরি নতুন mRNA-ভিত্তিক ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ (Enteromix) প্রি-ক্লিনিক্যাল পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে এবং এখন রোগীদের ব্যবহারের জন্য প্রস্তুত।
এফএমবিএ প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন ইকোনমিক ফোরামে জানান, তিন বছরের টানা গবেষণা ও পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনটি একাধিকবার প্রয়োগের পরও সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—পরীক্ষায় ক্যানসারের ধরনভেদে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে এসেছে কিংবা তাদের বৃদ্ধি ধীর হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নতুন এই ভ্যাকসিনটি প্রথমে কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভবিষ্যতে গ্লিওব্লাস্টোমা (এক ধরনের দ্রুতবর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বক ও চোখের ক্যানসার) প্রতিরোধে এটি প্রয়োগের পরিকল্পনাও চলছে।
নতুন ভ্যাকসিনটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার পর এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। নতুন এই ভ্যাকসিন দুর্বল মানবদেহের কোষকে প্রোটিন তৈরি শেখায়। এরপর দেহ নিজেই এমন প্রোটিন উৎপাদন করে যা ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করে।
বর্তমানে ভ্যাকসিনটির নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে এটি বিশ্বের প্রথম কার্যকর ও নিরাপদ ক্যানসার ভ্যাকসিন হিসেবে চিকিৎসায় ব্যবহারের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
সংবাদসূত্র: তাস