হবিগঞ্জে গ্যাস ফিল্ডের পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান
- ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪
হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্রের পুরাতন ৩ নম্বর কূপে নতুন গ্যাসের স্তর আবিষ্কৃত হয়েছে। কূপটির সংস্কার কার্যক্রম চলাকালে এ গ্যাসের সন্ধান মেলে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রশিদপুর–৩ প্রকল্প সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আবিষ্কৃত নতুন গ্যাস জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট সরবরাহের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত এই প্রকল্পে কূপ সংস্কারে ব্যয় হয়েছে আনুমানিক ৭৩ কোটি টাকা। শুধু গ্যাসই নয়, এখান থেকে তরল কনডেনসেট (হাইড্রোকার্বন) উত্তোলনেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকৌশলীদের মতে, কূপটিকে পুনরায় উৎপাদনে আনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই এখান থেকে গ্যাস উত্তোলন শুরু করা হবে।
আরও পড়ুন: যেমনই থাকি, আমার হাসিটাকে বাঁচিয়ে রাখতে হবে
উল্লেখ্য, রশিদপুর গ্যাস ক্ষেত্রটি দেশের অন্যতম প্রাচীন গ্যাস ফিল্ড। এখানে এর আগে একাধিক কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা হয়েছে। পুরোনো কূপ পুনঃসংস্কারের মাধ্যমে নতুন গ্যাস আবিষ্কার দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।