বিনিয়োগের পরও পানগাঁও বন্দরের অব্যবস্থাপনা ‘দুঃখজনক’: লুৎফে সিদ্দিকী
- ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২
বড় অংকের বিনিয়োগের পরও নারায়ণগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল ব্যবহারে অব্যবস্থাপনা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। একই সাথে জানিয়েছেন, তুলা আমদানির জন্য এখানে একটি শুল্কমুক্ত হাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বন্দরের কর্মকাণ্ডে গতি আনবে।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। শনিবার পানগাঁও বন্দর ও নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউ শিপইয়ার্ড পরিদর্শন করেন তিনি।
ইংরেজিতে দেওয়া পোস্টটিতে লুৎফে সিদ্দকী লিখেছেন, ‘বাংলাদেশে বিশ্বের মধ্যে নদীর ঘনত্ব সবচেয়ে বেশি এবং এটি বিশ্বের বৃহত্তম নদীবিধৌত বদ্বীপে অবস্থিত। আমাদের সড়ক ও রেলপথগুলো অত্যন্ত জটিল, অথচ প্রকৃতি আমাদের একটি সহজ ও স্বাভাবিক জলপথ উপহার দিয়েছে; চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা পর্যন্ত।’
তিনি লিখেছেন, পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল ব্যবহার করে আমরা আরও বেশি কিছু করছি না, এটা আসলেই দুঃখজনক। এখানে বড় অঙ্কের বিনিয়োগ হয়েছে, চমৎকার অবকাঠামো তৈরি হয়েছে; তবুও মাসে মাত্র চার-পাঁচটি নৌযান এসে ভিড়ে। এটি একটি ব্যবস্থাপনা ও সমন্বয়ের ব্যর্থতা, যা আমাদের অবশ্যই নৌ-পরিবহন উপদেষ্টার নেতৃত্বে দূর করতে হবে। আমি কটনের জন্য একটি শুল্কমুক্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগে বিশেষভাবে আশাবাদী, যা এই এলাকাকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলবে।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত আরও লিখেছেন, নিলামযোগ্য কনটেইনারগুলো অপসারণ করা হোক। আমাকে জানানো হয়েছে যে, ২০১৬ সালের একটি কনটেইনারে এখনও খাদ্যপণ্য রয়ে গেছে।
পানগাঁও ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ পানগাঁও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, ডিইডব্লিউর এমডি প্রমুখ উপস্থিত ছিলেন।