ভালুকের আক্রমণে ক্ষতবিক্ষত গায়িকা

গায়িকা কুরতুলৈন বালুচ
গায়িকা কুরতুলৈন বালুচ © সংগৃহীত

পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরতুলৈন বালুচ ঘুরতে গিয়ে ভালুকের আক্রমণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডেওসাই জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে আচমকাই একটি বাদামি ভালুকের আক্রমণের শিকার হন তিনি। ভালুকের আক্রমণে তাঁর হাত ক্ষতবিক্ষত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন,তার হাত ক্ষতবিক্ষত হলেও হাড় ভাঙেনি, এবং আপাতত অবস্থা স্থিতিশীল রয়েছেন।

জানা যায়, ঘটনার সময় কুরতুলৈন বালুচ নিজের তাঁবুতে ঘুমোচ্ছিলেন। আচমকাই ভালুকের আক্রমণে আহত হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ক্ষত সারতে কিছুদিন সময় লাগবে। ঘটনাস্থলে উপস্থিত সহযাত্রী ও স্থানীয় কর্মীরা দ্রুত সাড়া দিয়ে তাকে উদ্ধার করেছেন।

পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরতুলৈন বালুচ। ‘কোক স্টুডিয়ো পাকিস্তান’ এ  বহু জনপ্রিয় গান রয়েছে তার। পাক ধারাবাহিক ‘হমসফর’-এ ‘ওহ হমসফর থা’গানটি পাকিস্তান-ভারতের মতো বাংলাদেশেও  সমান জনপ্রিয়। এ ছাড়াও ভারতীয় ছবি ‘পিঙ্ক’-এ ‘কারি কারি’ গানটি গেয়েছিলেন তিনি। তার সঙ্গীতজীবনের শুরু হয় ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে।

ঘটনার পর  জাতীয় উদ্যান কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করেছেন। ডেওসাই পার্ক উচ্চভূমি বিশিষ্ট প্ল্যাটো, যেখানে হিমালয়ী বাদামি ভালুক, স্নো লেপার্ড ও অন্যান্য বিপন্ন প্রাণীর আবাস। পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, পর্যটক ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ এড়িয়ে চলা জরুরি।