কম্বাইন্ড ডিগ্রি বাতিলসহ পাঁচ দফা দাবি এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের
- ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪
চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে অগ্রাধিকার দেয়ার ঘোষণা প্রত্যাহার এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি বা পশুপালন ডিগ্রি বহাল রাখাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন।
শনিবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরা খাঁ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম। লিখিত বক্তব্য পাঠ করেন কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম খান ডন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন, পবিপ্রবির প্রফেসর ড. মো. আব্দুল মতিন, প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার, কৃষিবিদ মো. নূরু মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৯ জনু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে আগ্রাধিকার দেয়ার ঘোষণা দেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা। এর প্রেক্ষিতে আন্দোলন শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চাপের মুখে এরই মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিল করে কম্বাইন্ড ডিগ্রি চালু করা হয়েছে । উচ্চ আদালতের আদেশ অমান্য করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বক্তারা বলেন, দেশের পোল্ট্রি শিল্পসহ প্রাণিসম্পদ খাতে অবদান রাখছেন এ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা। এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিল করলে দেশের পোল্ট্রি খাতে অপূরনীয় ক্ষতি হবে। এছাড়া কম্বাইন্ড ডিগ্রি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। ফলে এটি এই খাতের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত হবে। দাবি না মানলে উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা যাবেন।
প্রাণি সম্পদ অধিদপ্তর ভেঙ্গে দুটি অধিদপ্তর তৈরির এবং বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল গঠনের দাবি। পাশাপাশি এনিমেল হাজবেন্ড্রির পদগুলোতে শুধুমাত্র এনিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েটদের নিয়োগ দিতে হবে।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন ডিগ্রি কার্যক্রম বন্ধের আদেশ প্রত্যাহার করতে হবে; চাকরির জন্য কমবাইন্ড ডিগ্রী অগ্রাধিকার সংক্রান্ত বিবৃতি প্রত্যাহার; বাংলাদেশে পশু সম্পদ উন্ননের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গবেষণা হয়েছিল, সেই গবেষণা অনুযায়ী DLS কে Bifurcate করা; এ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা এবং এন্ট্রি লেভেলে পশুপালনের জন্য একটি নতুন পদ তৈরি করতে হবে।