জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ চায় মঞ্চ ২৪
- ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬
আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে মঞ্চ ২৪। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে ১৪ দল একটি অপশক্তির নাম।এদেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচারী জননীতিকে বৈধতা দেয়েছিল এই আওয়ামী জোট। ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল ১৪ দলীয় জোট।
জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনআন্দোলনের বিরুদ্ধে গিয়ে ভারতপন্থী রাজনীতি আর কখনও চলতে পারবে না। বিদেশের কোনো শক্তির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ২০১৪ সালের সাধারণ নির্বাচনের সময় বিএনপি নির্বাচন বর্জন করার পর, ১৪ দলীয় জোটের কিছু অংশ নির্বাচন চক্রে অংশগ্রহণ করে এবং ‘অধিকৃত বিরোধী দল’ হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করার চেষ্টা করে যদিও তারা একদিকে ইনক্লুসিভ রাজনৈতিক বিরোধের দাবি করলেও, অন্যদিকে তারা সরকারের অংশীদার হিসেবে কাজ করেছিল এবং বিরোধীদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে সহায়তা করেছিল। এভাবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিভ্রান্ত
করার একটি ভয়াবহ অস্ত্র হিসেবে কাজ করেছে।
উল্লেখ যে, জাতীয় পার্টি বিচারিক হত্যাকাণ্ডের সময়ে সম্পূর্ণ নীরব ছিল। যখন দেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও বিতর্কিত বিচারিক হত্যাকাণ্ড এবং রাজনৈতিক দমন হয়েছে, তখন জাতীয় পার্টির নেতৃত্ব চুপ করে পোস্টযোগ্য নীরব অবস্থান নিয়েছিল। এখন কোন সাহসে বিএনপির কাছে আশ্রয় প্রার্থনা করে?