মোবাইল নেটওয়ার্ক ছাড়াই হবে ভয়েস কল—কীভাবে চলবে, জানালেন ফয়েজ আহমদ

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব © টিডিসি সম্পাদিত

ভয়েস ওভার ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে শুধু মোবাইল নেটওয়ার্ক (2G/3G/4G/5G)-এর ওপর নির্ভর না করে এরেঞ্জড এভেইলেবল ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ ভয়েস কল করার সুযোগ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা চালু করার জন্য বাংলালিংককে অভিনন্দন জানিয়েছেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, এটি আমাদের টেলিযোগাযোগ খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ব্যবহারকারীর অভিজ্ঞতা একই থাকে, তবে কলটি সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

তিনি বলেন, যখন কোনো মোবাইলে VoWiFi চালু থাকে এবং সেটি ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়, তখন ফোনটি প্রথমে একটি বিশেষ ধরণের পরিচয় যাচাই (EAP-SIM/EAP-AKA অথেন্টিকেশন রিকোয়েস্ট) পাঠায়। এই রিকোয়েস্টটি একটি গেটওয়ের (ePDG ইভল্ভড প্যাকেট ডেটা গেইটওয়ে) মাধ্যমে মোবাইল অপারেটরের সার্ভারে পৌঁছায়। সেখানে থাকে AAA সার্ভার (Authentication, Authorization, Accounting), যা আবার অপারেটরের গ্রাহক তথ্যভাণ্ডার HLR/HSS (Home Subscriber Server)-এর সঙ্গে যোগাযোগ করে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, HLR/HSS-এ সংরক্ষিত থাকে সিম কার্ডের পরিচয় সম্পর্কিত তথ্য, যেমন IMSI নম্বর এবং এনক্রিপশন KEY। এগুলো যাচাই করে নিশ্চিত করা হয় যে সিমটি সত্যিই বৈধ গ্রাহকের কিনা। যাচাই সফল হলে ফোন এবং অপারেটরের মূল নেটওয়ার্কের (IMS) মধ্যে একটি নিরাপদ আইপি সিকিউরিটি (IPSec) টানেল তৈরি হয়।

এর ফলে ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও তার ডিভাইস কার্যত অপারেটরের নিজস্ব নিরাপদ মোবাইল নেটওয়ার্কের ভেতরে কাজ করতে থাকে জানিয়ে তিনি ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi)-এর সুবিধার বিষয়ে বলেন, 
• ভালো ইনডোর কাভারেজ: বেজমেন্ট, উঁচু ভবন কিংবা গ্রামীণ এলাকায় যেখানে মোবাইল সিগন্যাল দুর্বল, সেখানে কার্যকর।

• নেটওয়ার্ক চাপ কমায়: সেলুলার টাওয়ার থেকে ভয়েস ট্রাফিক অফলোড হয়, ফলে সামগ্রিক সেবার মান উন্নত হয়।

আরও পড়ুন: ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস, ফাইবার নেটওয়ার্ক সমস্যা ৪ ও ৬ ঘণ্টায় সমাধান

• উন্নত কল কোয়ালিটি: স্পষ্ট এইচডি মানের ভয়েস কল এবং কম কল ড্রপ।

• খরচ সাশ্রয়ী: বিশেষ করে আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে স্থানীয় রেটে ওয়াই-ফাই ব্যবহার করে কল করা সম্ভব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার দৃঢ়ভাবে প্রত্যাশা করছে, সব মোবাইল অপারেটর দ্রুত সারাদেশে VoWiFi চালু করবে, যাতে নগর ও গ্রামীণ সব ব্যবহারকারী সমানভাবে উপকৃত হন। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আগস্ট মাসের শুরুতে আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে প্রয়োজনীয় নীতি ও নির্দেশনা প্রণয়নের জন্য চিঠি পাঠিয়েছি।

তিনি আরও বলেন, সরকার টেলিকম সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং VoWiFi, VoLTE, 5G -সহ আধুনিক প্রযুক্তির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, এ যৌথ প্রচেষ্টা গ্রাহকসেবার মান বাড়াবে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ ভবিষ্যৎকে আরও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাবে।