লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, গুরুতর আহত ১৫
- ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহণের বাস খালে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৫। নিহতদের মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিত করেছেন হেলথ কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইমতিয়াজ উদ্দিন এবং বাকি তিনজনের মৃত্যু নিশ্চিত করেন ন্যাশনাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের শেরপুর গ্রামের হাফিজুল্লাহ কাজী পুত্র জয়নাল আবেদীন (৬৫), জেলার চন্দ্রগঞ্জের শেরপুর গ্রামের জামাদার বাড়ির মোরশেদ আলম (৫০), নওগাঁ জেলার মান্দারা থানার এরিস্টো ফার্মার চন্দ্রগঞ্জ এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির (৪২), নোয়াখালী সদর উপজেলার দিনমণি বাজারের ন্যাশনাল পলিমার কোম্পানির ডিএসআর মো. আব্দুল মাজেদ (৪৬), এছাড়াও নওগাঁ জেলার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এসআর মো. রিপন হোসেন (৩৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার একঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। তবে কারো নাম পরিচয় জানা যায়নি।
এদিকে ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উদ্ধার করে যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ-ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করেছি।