দল জিতলেও ব্যাট-বলে বিবর্ণ সাকিব
- ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স শেষ ওভারে ১২ রান এবং শেষ বলে ২ রানের সমীকরণ মিলে রোমাঞ্চকর জয় পেয়েছে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয় পায় সাকিব আল হাসানের দল। তবে ব্যাটে-বলে বিশেষভাবে নজর কাড়তে পারেননি সাকিব।
কিংসটন ওভালে টস জিতে আগে ব্যাট করে বার্বাডোজ ৪ উইকেটে তোলে ১৮৭ রান। ওপেনার ব্রেন্ডন কিং খেলেন দারুণ ইনিংস, ৬৫ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন। রাদারফোর্ড করেন ১৭ বলে ২৯ রান।
অ্যান্টিগার হয়ে সালমান ইরশাদ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। সাকিব ছিলেন উইকেটশূন্য, ৩ ওভারে দেন ৩৩ রান। লক্ষ্য তাড়ায় অ্যান্টিগার ইনিংস গড়ে তোলেন যুক্তরাষ্ট্রের ব্যাটার আন্দ্রেস গুস। তিনি ৫৩ বলে ৮৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া কেভিন উইকম্যান করেন ২৬, ইমাদ ওয়াসিম ১৭, আর সাকিব করেন ১২ বলে ১৫ রান।
এ জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। শীর্ষে রয়েছে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স, দুই দলই ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে।