ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী  গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোবারক হোসেন গোয়াতলা বাজারের প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির ছাদে ওঠেন। এ সময় ছাদের ওপরে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খোঁজ পেয়ে স্ত্রী তাকে বাঁচাতে ছাদে ওঠেন এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।