৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
- ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ) প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পরীক্ষার প্রবেশপত্র আজ ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ডাউনলোড করা যাচ্ছে।
আরও পড়ুন: ঢাবির ৭২ শতাংশ শিক্ষার্থী নির্যাতনের শিকার: জরিপ
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনও সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার কর্ম কমিশন সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।