গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ডিবির ওসি নিহত
- ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জিয়াসমিন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের তিন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলা পুলিশ লাইনের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস ডিবি ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রীকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। পরে তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “হঠাৎ রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ হাসান নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায়।”
তিনি আরও জানান, কেন তারা গাজীপুরে এসেছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।