আজিজ ভান্ডারীর খানকা শরিফে হামলা ও ভাঙচুর
- ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৪
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে অবস্থিত আজিজ ভান্ডারীর খনকা শরিফ-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।
খানকার পীর আজিজুল ইসলাম জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনেই জামায়াত ও বিএনপির লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকানি দিয়ে এই হামলা চালায়। এতে খনকা শরিফ সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়েছে, অথচ তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরও হামলা এড়াতে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে আরএমপির মুখপাত্র এবং পবা থানার ওসির সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি
রাজশাহীর পবায় আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা ও ভাঙচুর। পীর আজিজুল ইসলামের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।