‘সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন’—কাকে বললেন পরীমনি?

পরিমনী
পরিমনী © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও তোপ দাগলেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরিমনি। নাম উল্লেখ না করে কাউকে পল্টিবাজ ও সুবিধাবাদী বলে কটাক্ষ করেছেন এই অভিনেত্রী।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৫৪ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

সংক্ষিপ্ত ওই পোস্টে পরিমনী লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন । বাপরে বাপ কি জিনিস এটা।’

লেখার শেষে ‘বিষাক্ত’ চিহ্ন হিসেবে ব্যবহৃত মাথার খুলি এবং ব্যাঙের ইমোজিও যুক্ত করেছেন পরিমনী। তবে কার উদ্দেশ্যে এই মন্তব্য, তা উল্লেখ করেননি তিনি।

যদিও পোস্ট শেয়ার করার সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পোস্টের কমেন্টবক্সে কেউ কেউ বলছেন, এতে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে। নয়ন মুদক নামে একজন মন্তব্য করেন, ‘নামটা অপু বিশ্বাস না হয়ে অপু অবিশ্বাস হওয়া উচিত ছিলো।’ আমান উল্লাহ আমান নামে একজন লিখেছেন, ‘অপু বিশ্বাসকে ধুয়ে দিলেন।’

সানাউল করিম নামে একজন বলেছেন, ‘আওয়ামীলীগ একটানা অনেক বছর ক্ষমতায় থাকায় নৌকায় হাইব্রিড নেতার দখলে চলে গিয়েছিল। অপু বিশ্বাসের মত কিছু ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছিল প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে আবারো প্রমাণ হয়েছে।