রাবিপ্রবিতে অ্যাকাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত

রাবিপ্রবির প্রশাসনিক ভবন-১-এর সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. মো. আতিয়ার রহমান
রাবিপ্রবির প্রশাসনিক ভবন-১-এর সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. মো. আতিয়ার রহমান © টিডিসি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের ১৩তম সভা প্রশাসনিক ভবন-১-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবির উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের ১৩তম সভার শুরুতে পূর্ববর্তী ১২তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সভায় ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের পাঠ্যক্রমে ওবিই কারিকুলাম অন্তর্ভুক্তি, ফিল্ড ট্রিপ কোর্সের জন্য বাজেট বরাদ্দ, গবেষণা ভাতা প্রদান, শ্রেণিকক্ষ বরাদ্দ; ফিশারিজ অ্যান্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের সিলেবাস পরিবর্তন, কারিকুলামে ইর্ন্টানশিপ ও থিসিস কোর্সের সংযুক্তি; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলেবাস-সংক্রান্ত বিষয়সমূহ আলোচনা-পূর্বক অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ‘Centre For Innovation and Entrepreneurship’ প্রতিষ্ঠা ও চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন প্রদান করা হয়।

রাবিপ্রবিতে পাঁচটি নতুন বিভাগ খোলার অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরিত পত্র, এমএসসি এবং এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা, বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক প্রতিনিধিকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন, তিনটি অনুষদের নির্বাহী কমিটি গঠন এবং সিএসই বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা কমিটি গঠনের বিষয়াদি একাডেমিক কাউন্সিলের সভায় অবহিত করা হয়।     

উক্ত একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মিনারেলস, জিওটেক ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল জিওলজিস্ট ও বিভাগীয় প্রধান ড. মো. মনিরুজ্জামান, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, খেপুপাড়া, পটুয়াখালীর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও সাবস্টেশন চিফ ড. মোহাম্মদ আশরাফুল হক। 

এ সময় অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদা সুমী। এ ছাড়া রাবিপ্রবির সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, ফিশারিজ অ্যান্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য যে, একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাবিষয়ক পর্ষদ যেখানে আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয়ের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষসূচী ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ণ, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের সংশ্লিষ্ট কার্যাদি তত্ত্বাবধান করে থাকে।