৪৪তম বিসিএসের গেজেট দ্রুত প্রকাশসহ তিন দাবি সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের
- ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩
দ্রুত গেজেট প্রকাশ, নিয়োগসহ তিন দফা দাবি জানিয়েছেন ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডার প্রার্থীদের। বৃহস্পতিবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। গত ৩০ জুন সাময়িকভাবে ১ হাজার ৬৯০ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
তিন দাবি হলো- পুনরায় ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং অনতিবিলম্বে কার্যকর করা, অন্যথায় বিদ্যমান ফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু করা; গেজেট প্রকাশ ও নিয়োগে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে লিখিত নির্দেশনা প্রদান; আগামী ডিসেম্বর মাসের মধ্যে গেজেট ও নিয়োগ সম্পন্ন করা এবং ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ ও নিয়োগ শেষ হওয়ার পরই ৪৫তম বিসিএসে প্রার্থী সুপারিশ কার্যক্রম চালু করা।
লিখিত বক্তব্যে বলা হয়, সুপারিশে থাকা ১ হাজার ৬৯০ প্রার্থীর মধ্যে ৩৭২ জন একই বা সমতুল্য ক্যাডারে (রিপিট ক্যাডার) নিয়োগপ্রাপ্ত। পিএসসি প্রচলিত বিধিমালার আলোকে মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ক্যাডার বরাদ্দ দিয়ে ফল প্রকাশ করেছে। ‘রিপিট ক্যাডার’ বিষয়ক অসন্তোষ এবং গণমাধ্যমে আলোচনা ও বিক্ষোভের পর মানবিক বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নেয়, বিধি সংশোধন করে তাদের পরিবর্তে মেধাক্রম অনুসারে নতুন প্রার্থীদের সুপারিশ করে ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: এসএসসি বৃত্তির ফল প্রকাশ, দেখুন এখানে
প্রার্থী শাহীন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনী রোডম্যাপের মধ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যা উৎকণ্ঠা সৃষ্টি করছে। বিধি সংশোধন, ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষার মতো কার্যক্রম থমকে আছে। এতে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা।
৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি শূন্য পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ প্রার্থী। এতে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হয়েছেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী।