কোয়াবে কেন আসিনি আপনারা জানেন, সামনেও জানবেন: তামিম

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল © টিডিসি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও দেশের ক্রিকেটে তামিম ইকবালের প্রভাব স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। সাবেক এই অধিনায়ক এখন যেন দেশের ক্রিকেটের একজন অভিভাবকসুলভ চরিত্র। ক্রিকেটারদের অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণ নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেছেন। তবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নিয়ে সরব থাকলেও তামিম নিজে নতুন কমিটিতে না থাকায় হতবাক অনেকেই।

কোয়াবের নির্বাচনের দিনে তামিমকে পেয়েই উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেন, কেন দাঁড়ালেন না কোয়াবের নির্বাচনে। তামিমও দিলেন কৌশলী জবাব। সাবেক এই অধিনায়ক বললেন, ‌‌‘আপনারাও জানেন আমি কী কারণে (কোয়াব নির্বাচনে) আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন।’

প্রথমবারের মতো চোখের সামনে কোয়াব নির্বাচন, এতে স্বভাবতই উচ্ছ্বসিত তামিম। তার ভাষ্যমতে, ‘ক্রিকেট ক্যারিয়ারের ১৫-১৬ বছরে এটা দেখতে পারিনি। আজ এটা দেখে আমি নিজেও অনেক খুশি। এমন অনেক সিনিয়র ক্রিকেটার আছেন, যার সঙ্গে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। সুন্দর কার্নিভ্যালের মতো হলো। ব্যাপারটা সুন্দর। এটা ধরে রাখতে হবে। কঠিন সময় এখন শুরু হবে। রিফর্ম করা, নির্বাচন করা, নতুন সভাপতি… কমিটি তো প্রায় পেয়েই গেছি। তারপর যে কাজগুলো সেদিকে মনোযোগ দিতে হবে।’

তামিম বললেন, ‘যেহেতু আমরা রিফর্মের মধ্যে ছিলাম এবং দ্রুত নির্বাচন করাতে চেয়েছিলাম, আমি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম না তবে আমার সঙ্গে কথা হতো। এখানে অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, ওমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচক হয়ে যাক, কমিটি হয়ে যাক। তারপর তাদের ২ বছর সময় থাকবে। এর মধ্যে সব সিস্টেমেটিকভাবে করে ফেলতে হবে। এখন পর্যন্ত খুব ভালো লাগছে।’