হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর ২.২ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা আদালতের
- ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারক অ্যালিসন বারোস জানিয়েছেন, ইহুদি-বিদ্বেষের অভিযোগকে অজুহাত করে বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান বন্ধ করা ‘অবৈধ’।
বিচারক বারোস বলেন, এই অনুদান স্থগিতের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের ওপর অযাচিত প্রভাব ফেলেছে। হার্ভার্ডের যুক্তি অনুযায়ী, প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের নীতি, শিক্ষক নিয়োগ এবং ক্যাম্পাসে ইহুদি-বিরোধী মনোভাব মোকাবিলার ক্ষেত্রে প্রশাসনের চাহিদা মেনে না চলার ‘প্রতিশোধ’হিসেবে এই পদক্ষেপ নিয়েছিল।
সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ইহুদি-বিদ্বেষ বন্ধে কিছু শর্ত দিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় তা মানতে রাজি হয়নি। এরপরই প্রথমে ২০০ কোটি ডলারেরও বেশি অনুদান স্থগিত করা হয়। পরে আরও ৪৫ কোটি ডলারের অনুদান স্থগিত করা হয়।
বিচারক বারোস উল্লেখ করেছেন, ট্রাম্প প্রশাসনের উদ্বেগ – হার্ভার্ডের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) প্রোগ্রামে সম্ভাব্য ইহুদি-বিরোধী মনোভাব এবং জাতিগত পক্ষপাত – কেবল রাজনৈতিক প্রতিশোধমূলক প্রহর হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি হার্ভার্ডের প্রথম সংশোধনী অধিকার, প্রশাসনিক প্রক্রিয়া আইন এবং সিভিল রাইটস অ্যাক্টের শিরোনাম VI লঙ্ঘন করেছে।
আদালত নির্দেশ দিয়েছে, বন্ধ করা অনুদান পুনরায় কার্যকর করতে হবে এবং সরকারকে আর কোনো অনুরূপ কারণে অর্থায়ন বন্ধ বা স্থগিত করার অনুমতি নেই। যদিও এটি হার্ভার্ডের জন্য বড় জয়, ট্রাম্প প্রশাসন আপিল করার পরিকল্পনা করেছে। আপিলের ফলাফল শিক্ষাগত প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও ফেডারেল অর্থায়নের ভবিষ্যতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সংবাদসূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া