বিইউবিটিতে ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বিইউবিটিতে ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
বিইউবিটিতে ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আলাদাভাবে ছেলেদের ও মেয়েদের দুটি রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত হয়।

ছেলেদের ফাইনালে মুখোমুখি হয় ডিপার্টমেন্ট অব ইংলিশ এবং ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। এতে ডিপার্টমেন্ট অব ইংলিশ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে মেয়েদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব ‘ল’। এ খেলায় ফ্যাকাল্টি অব ‘ল’ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে।

ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিইউবিটি সবসময় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে চলমান থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।