ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতার সঙ্গে ছাত্রদলের সম্পর্ক রয়েছে: সাদিক কায়েম
- ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট আবেদনকারী নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতার সঙ্গে ছাত্রদলের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েম।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাবির শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সঙ্গে ছাত্রদলের সম্পর্ক রয়েছে। তাকে দ্বায়মুক্তি দেয়ার চেষ্টা করছে ছাত্রদল। যার ফলে শিবিরকে দায়ী করা হচ্ছে। আমরা বলতে চাই অন্যের ওপর দায় না চাপিয়ে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
তিনি বলেন, আমরা গণধর্ষণের হুমকিদাতার ফেসবুকে অন্তত ১২টি পোস্ট দেখেছি, যেখানে ছাত্রদলের সম্পর্ক রয়েছে তার।