যে কারণে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞ নাসুম

নাসুম আহমেদ
নাসুম আহমেদ © টিডিসি ছবি

প্রথমবারের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাচদের ৯ উইকেটে হারায় টাইগাররা, যা উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয়। এর আগে, প্রথম ম্যাচেও ৮ উইকেটে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।

দ্বিতীয় ম্যাচে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। অবশ্য, অসাধারণ এই সাফল্যে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ২১ রানে তিনটি উইকেট শিকার করে ম্যাচসেরা তিনিই। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স এবং দলের জয় নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর নিজের সাফল্যের কৃতিত্ব দর্শকদের দিয়েছেন নাসুম। তার মতে, ঘরের মাঠে ‘স্থানীয় ছেলে’ হিসেবে মাঠে নামা এবং প্রতিটি বলের পর দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাকে বাড়তি প্রেরণা দিয়েছে।

ম্যাচ জয়ের পর নাসুম বলেন, 'আমি বল হাতে যা অর্জন করেছি তা আমি যে সবার সমর্থন পেয়েছি সেই জন্যই। আমি এখানকার স্থানীয় ছেলে এবং এখানকার দর্শকদের কাছ থেকে সমস্ত সমর্থন পেয়েছি। তারা সত্যিই আমাকে উৎসাহিত করেছে।'

মাঠের পরিস্থিতি নিয়ে নাসুম বললেন, "আমরা শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু এটা আসলে তেমন ঘটেনি। এই উইকেটে একটু অতিরিক্ত বাঁক ছিল, যা গত ম্যাচের খেলার মতোই ছিল।" ম্যাচসেরার পুরস্কার পেয়ে তিনি বলেন, "এই মুহূর্তে এই পুরস্কার পেয়ে আমি খুশি।"

উল্লেখ্য, সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ দশমিক ৩ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিক দল।