ডাকসু নির্বাচনে পেপারলেস প্রচারণায় অপূর্বা ইসলাম

অপূর্বা ইসলাম
অপূর্বা ইসলাম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পোস্টার, ব্যানার ও কাগজনির্ভর প্রচারণায় যখন প্রার্থীরা ব্যস্ত, তখন পরিবেশবান্ধব উদ্যোগে নজর কাড়ছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী অপূর্বা ইসলাম। তিনি ২০২৪-২৫ সেশনের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

সময়োপযোগী চিন্তার অংশ হিসেবে অপূর্বা সম্পূর্ণ পেপারলেস প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রচলিত পোস্টার বা ব্যানারের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তার বার্তা পৌঁছে দিচ্ছেন।

প্রচারণা সম্পর্কে জানতে চাইলে অপূর্বা বলেন, ‘পোস্টার বা ব্যানারের পরিবর্তে আমি ডিজিটাল মাধ্যম ব্যবহার করছি, কারণ এটি বর্তমান প্রজন্মের কাছে বেশি গ্রহণযোগ্য এবং এতে পরিবেশও সুরক্ষিত থাকে। আমি চাই প্রচারণা হোক আধুনিক, সাশ্রয়ী ও টেকসই। মূলত আমার মূল লক্ষ্য এটাই যে আমার দ্বারা যেনো আমার ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না হয়।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কোনো লিখিত ইশতেহারে বিশ্বাস করি না। শিক্ষার্থীদের হয়ে কাজ করা এবং তাদের সমস্যাগুলো ডাকসু সংসদে তুলে ধরে সমাধানের পথ তৈরি করাই আমার প্রধান অঙ্গীকার। একজন নবীন শিক্ষার্থী হিসেবে প্রতিটি শিক্ষার্থীর কাছেই আমার জবাবদিহিতা রয়েছে।’

আরও পড়ুন: শিশির মনিরকে ঢাবির আইনজীবী নিযুক্ত করায় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের ক্ষোভ

অপূর্বা জানান, একজন নারী প্রার্থী হিসেবে তাকে নানান প্রতিদ্বন্দ্বিতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত আচরণ কিংবা বিরূপ দৃষ্টির অভিজ্ঞতাও আমাকে সহ্য করতে হয়েছে। আমি চাই ভবিষ্যতে আমার মতো অন্য নারী শিক্ষার্থীরা যেন আর এসব সমস্যার শিকার না হয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকব শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্য এবং সত্যিকার অর্থেই তাদের প্রতিনিধি হয়ে ওঠার জন্য।’