প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২১৬৯
- ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৪
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৩১ আগস্ট) প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে, মোট দুই হাজার ১৬৯টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রধান শিক্ষক;
পদসংখ্যা: ২,১৬৯টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন স্কেল: প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীরা ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২) বেতন পাবেন (বেতন স্কেল ২০১৫ অনুযায়ী);
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৫;
পরীক্ষার নম্বর বণ্টন—
মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ৯০ নম্বর থাকবে লিখিত পরীক্ষা।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে প্রশ্ন করা হবে।
লিখিত পরীক্ষার পাস নম্বর—
লিখিত পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
মৌখিক পরীক্ষা—
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
নম্বর বণ্টনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
/Lotus%20Job%201/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%20%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%20%E0%A6%86%E0%A6%AA.jpg)
/Lotus%20Job%201/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%20%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%BF%20%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%20%E0%A7%A8.jpg)
সূত্র: বিজ্ঞপ্তি