চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ © টিডিসি সম্পাদিত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দফায় দফায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রবিবার (৩১ আগস্ট) ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে। ঢাকার বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল সরকারি কলেজে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করেছে।

 

ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের ও ছাত্রদলের বিক্ষোভ

চবি সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে এদিন রাত ৯টার পর ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ঢাবি ইসলামী ছাত্র আন্দোলন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বর থেকে  বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পদগুলো প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে মিছিলটি শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ পালন করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় তারা ‘চবিতে রক্ত ঝরে, ইন্টেরিম কী করে’, ‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’ ইত্যাদি স্লোগান দেয়। সমাবেশে  ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও ছাত্রদলের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানসহ বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

জবি ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এদিন রাত ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।বিক্ষোভ মিছিল শেষে নেতারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা গণআন্দোলন দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। তাঁরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি দেশজুড়ে সক্রিয় হয়ে উঠতে চাইছে। যেকোনো স্থানে এ ধরনের কর্মকাণ্ড হলে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে। এসময় বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক  জাফর আহমেদ, যুগ্ম-আহবায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান,রবিউল আউয়াল রফিকুল ইসলাম ,  জাহিদুল ইসলাম, মিয়া রাসেল, তুহিন, রাহাত সজল মিয়াসহ অন্যান্যরা।

শাবিপ্রবিতে মশাল মিছিল 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা রবিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে থেকে মশাল মিছিল নিয়ে মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন। এ সময় 'চবিতে হামলা করে, ইন্টেরিম কি করে','আমার ভাইয়ের রক্ত ঝরে, ইন্টেরিম কি করে' আমার ভাইয়ের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে' ইত্যাদি স্লোগান দেন তারা। 

যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা একইদিন বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হয়ে ছাত্রহলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সংগঠন 'জুলাই বিপ্লব মঞ্চ'র পক্ষ থেকে এ প্রতিবাদ মিছিলের আহ্বান জানানো হয়।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোল চত্বরে এসে শেষ করে । বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব এবং শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বদরুল ইসলাম। মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর ওপর হামলা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ শিক্ষাঙ্গণ, সেখানে এ ধরনের সহিংসতা দেশের উচ্চশিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে।

পাবিপ্রবিতে বিক্ষোভ 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একই রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হলের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে একত্রিত হয় এবং সেখান থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা 'চবিতে হামলা কেন–ইন্টেরিম জবাব দে', 'আমার ভাই আহত কেন–ইন্টেরিম জবাব দে', 'পারলে আমাদের নিরাপত্তা দে– নইলে গদি ছাইড়া দে', 'দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত' ইত্যাদি স্লোগান দেয়।

কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ন্যাক্কারজনক হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। রবিবার  রাত ৮টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বংশাল থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয় মিছিলটি। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ রিপোর্টে তথ্য সহযোগিতা করেছে ঢাবি, জবি, শাবিপ্রবি, যবিপ্রবি, গোবিপ্রবি, পাবিপ্রবি ও কবি নজরুল কলেজের প্রতিনিধি।