চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোলচত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব এবং শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বদরুল ইসলাম।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ওপর হামলা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ শিক্ষাঙ্গন, সেখানে এ ধরনের সহিংসতা দেশের উচ্চশিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে।

বিক্ষোভকারীরা আরও জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এমন অমানবিক হামলার শিকার না হন, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।