বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই
- ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন ও বিচার বিভাগ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও গবেষণার সুযোগ বাড়াতে রবিবার (৩১ আগস্ট) দেশের ৮টি খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), লিগ্যালিটি, মাইন্ডভানা লিমিটেড, আইটি বিটস, লিগ্যাল স্টেপ, জুরি-কেস, অ্যাডভোকেট ফারিদ আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং লিগ্যাল কেয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, এই সমঝোতা স্মারক শুধু শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেই সহায়ক হবে না, বরং তাদের পেশাগত জীবনের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ। তিনি তার বক্তব্যে বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আইন পেশার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গভীর ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আসিফ-উল-হক, বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান বলেন, এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে তারা শুধু আইন শিক্ষা নয়, বাস্তব জীবনের প্রাসঙ্গিক অভিজ্ঞতাও অর্জন করতে পারবে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিইউবিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি, গবেষণা কার্যক্রমে সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।