ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
- ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৮
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করে একটি মিছিল করেছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালীন ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যেই মিছিলটি শেষ হয়ে যায়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “আমাদের কাছে খবর আসে বিকেল পৌনে ৪টার দিকে যে ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। তবে তারা সাধারণত স্বল্প সময়ের মধ্যেই সরে যায়। তাই ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।”
ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে তিনি আরও জানান, “বিস্ফোরণের বিষয়টি আমরাও শুনেছি। তবে এটি সত্যি কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।”