ডাচদের বিরুদ্ধে লিটনের ‘দাদাগিরি’, ২৬ বলে হাফ সেঞ্চুরি

ফিফটি পর লিটন দাস
ফিফটি পর লিটন দাস © সংগৃহীত

লাল বলে নিয়মিত পারফর্ম করলেও গত কয়েক মাস ধরেই সাদা বলের ক্রিকেটে বেশ ভুগছেন লিটন দাস। এমন সময়েও টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় তাকে। ফলে অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। দুর্বল প্রতিপক্ষ পেয়ে জ্বলে উঠলেন এই কিপার ও ব্যাটার। সফররত ডাচদের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো দাদাগিরি করলেন, তুলে নিলেন হাফ সেঞ্চুরি। 

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন মাত্র ২৬ বল। চার মেরে দলকে ১০০ এনে দেওয়ার পরের বলে ১ রান নিয়ে ফিফটি পুরো করেন লিটন দাস। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি লিটনের ১৩তম ফিফটি। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন ২৬ বলে ফিফটি ছোঁয়া লিটন। সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ, লিটন ১০৮ ম্যাচেই ছুঁলেন রেকর্ড।