এক্সের ট্রেন্ডিংয়ে ‘মারা গেছেন ট্রাম্প’
- ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে গুজব ছড়িয়েছে। কয়েক দিন ধরে ‘ট্রাম্প মৃত’ (Trump Is Dead) হ্যাশট্যাগটি ট্রেন্ডিং তালিকায় শীর্ষে রয়েছে।
জেডি ভ্যান্সের এক মন্তব্যকে কেন্দ্র করে এই গুজব শুরু হয়েছে। গত ২৭ আগস্ট ইউএসএ টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্সকে জিজ্ঞেস করা হয়—ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটলে তিনি কি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত? জবাবে তিনি বলেন, ৭৯ বছর বয়সী ট্রাম্প সুস্থ ও কর্মক্ষম আছেন, তবে অপ্রত্যাশিত ঘটনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
এই মন্তব্যের পরই এক্সে ট্রাম্পের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে ভ্যান্স পরে নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট সুস্থ আছেন এবং তার মেয়াদ শেষ করবেন।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে ভুগছেন। এছাড়া, দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় অন্তত দুইবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় ট্রাম্পের মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়েছিল, যা পরে ট্রাম্প নিজে অস্বীকার করেছেন।
সম্প্রতি ভাইস প্রেসিডেন্টের মন্তব্য ও ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে অনলাইনে নতুন করে ‘ট্রাম্প মৃত’ গুজব ছড়িয়ে পড়েছে। [সূত্র: এনডিটিভি]