নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে এনসিপির বিক্ষোভ
- ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।
এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, ৫ আগস্ট কারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সেটা কারো অজানা নয়। এখন নতুন করে ১/১১ করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু ভিপি নুর নয়, তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাকে মারা হবে। জুলাই আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন বলেন, ভিপি নুর ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একটি নিবন্ধিত দলের সভাপতির ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জড়িত তাদের চাকরিচ্যুত করে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা উপজেলা ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, জেলা সংগঠক আবদুল্লা আল জোবায়ের, শাহওয়ালী উল্যাহ মানিক, গণঅধিকার পরিষদের জেলা সাধারন সম্পাদক রেজাউল করিম সুজন, জাতীয় যুব শক্তির সংগঠক পারভেজ আহমেদ, এনসিপির সোনাগাজী উপজেলা যুগ্ম-সমন্বয়কারী মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালমান হোসেন, সোহরাহ হোসেন শাকিল, জুলাই যোদ্ধা ইকরাম মাসুদ খান পারভেজ প্রমুখ।