নুরের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

‎গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা ও ফ্যাসিবাদবিরোধী জুলায় ঐক্যের ব্যানারে শহরের চকবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অধিকার পরিষদের চট্রগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ইঞ্জি. মুরাদ হাসান, গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি রমজান আলী সিফন, সাধারণ সম্পাদক সাজেন্ট সোলাইমান চৌধুরী, যুব অধিকার আহ্বায়ক পরিষদের সাজেন্ট সাইফুল, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক, ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার সাবেক আহ্বায়ক, আরমান হোসেন, সাবেক সদস্যসচিব সায়েদুর রহমান রফিসহ গণ অধিকার যুব ও ছাত্র অধিকারের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন, ‌‘জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। তাদের নিষিদ্ধের দাবিতে গতকাল বিক্ষোভ করলে তার ওপর নৃশংস হামলা চালায়। প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী লীগের বি টিম গতকাল এ হামলা চালিয়েছিল। আমরা তার তীব্র নিন্দা জানাই।’ পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তাদের। অন্যথায় আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।