ফিল্ডিংয়ে বাংলাদেশ, দুই বছর পর টি-টোয়েন্টিতে সাইফ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ © সংগৃহীত

ভারত সিরিজ সময়মত গড়ালে এশিয়া কাপ মহারণের আগে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেই মাঠে নামার সুযোগ পেত বাংলাদেশ, যা টাইগারদের জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতি হতে পারত। তবে নানান বাস্তবতায় সেই বহুল প্রত্যাশিত ভারত সিরিজ এক বছর পর গড়াবে।

ফাঁকা এই সময়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ শেষে এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রস্তুতি মঞ্চে টস ভাগ্য লিটন দাসের পক্ষেই এসেছে। টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি। শনিবার (৩০ আগস্ট) সিলেট ইন্টারন্যাশনল ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সর্বশেষ টি–টোয়েন্টি থেকে একাদশে ৫টি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। এর মধ্যে মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ চলমান নেদারল্যান্ডস সিরিজে নেই। এছাড়া স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

তাদের জায়গায় পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এসেছেন।

এর মধ্যে ২০২৩ সালের পর প্রথমবারের মত টি-টোয়েন্টির দলে ফেরা সাইফ একাদশেও জায়গা পেলেন। দুই স্পিনার আর তিন পেসারে দল সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রোস, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শারিজ আহমেদ, দানিয়েল দোরাম।