ইবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন থিওলজি অ্যন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. জালাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, এমফিল প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা ৮১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৭০ জন। অন্যদিকে পিএইচডি প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা ৪৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৩৮ জন।