রুমে ঢুকে চিরকুট লিখে গেলেন আবিদ, স্ট্যাটাসে উত্তর দিলেন মায়েদ

আবিদুল ইসলাম খান ও তানভীর আল হাদী মায়েদ
আবিদুল ইসলাম খান ও তানভীর আল হাদী মায়েদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রুম টু রুম গণসংযোগের অংশ হিসেবে অংশ হিসেবে ছাত্রদল মনোনীত সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদের রুমে এসেছিলেন প্যানেলের  সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে মায়েদকে না পেয়ে চিরকুট লিখে যান তিনি। 

চিরকুটে আবিদ লেখেন, মাননীয় এজিএস আপনার রুমে এসেছিলাম। 

শনিবার (৩০ আগস্ট) মায়েদ সেই চিরকুটের ছবি শেয়ার করেন নিজের ফেসবুক প্রোফাইলে। আবিদের উদ্দেশ্যে তিনি লেখেন, ভাই, আমরা সবাই একসাথে জিতবো ইনশাআল্লাহ। তারপর আবার আড্ডায় বসব।  সফল হোন। শুভকামনা ভাই। দৌঁড়ান, দৌঁড়ান এবং দৌঁড়ান।  

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, রুম টু রুম গণসংযোগে আমার রুমে এসে আমাকে না পেয়ে আবিদ ভাইয়ের নোট।