মনোনয়ন শেষ হতে একদিন, কেমন এগোচ্ছে নির্বাচনী প্রস্তুতি ?

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন বিতরণ শেষ হচ্ছে আগামীকাল রোববার। এরই মধ্যে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। চারবার তফসিল পুনর্বিন্যাস এবং দুবার ভোট গ্রহণের সময় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন, এর ফলে প্রশ্ন উঠেছে কমিশনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে। শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে তৈরি হয়েছে সংশয়। একই সঙ্গে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট।

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর অনেকে রাজনীতিতে অনাগ্রহী থাকলেও এখন আবার ক্যাম্পাসে ফিরেছে রাজনৈতিক সক্রিয়তা। নির্বাচনকে কেন্দ্র করে আবার সরব হয়ে উঠেছেন শিক্ষার্থীরা।

পাঁচদিনে মনোনয়ন তুলেছেন ৫৯৫ প্রার্থী 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পাঁচ দিনে ফর্ম নিয়েছেন ৫৯৫ জন প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ১৯৯ জন এবং সিনেটের ৫টি পদে ২৬ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়া প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়কের সূত্র অনুযায়ী, হল সংসদের বিভিন্ন পদে ৩৭০ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন। এর আগে গত চারদিনে মনোনয়ন নেন ৫৫৮ জন প্রর্থী।

তফসিল অনুযায়ী (২৬ আগস্ট) মঙ্গলবার ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ সময় কিন্তু পরবর্তীকালে তা ৩১ আগস্ট বৃদ্ধি করা হয়। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান প্রধান নির্বাচন কমিশনার। 

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্র অ্যাকাডেমিক ভবনে নিয়ে আসার সিদ্ধান্ত, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন ও  ডোপ টেস্ট করতে ৪-৫ দিন সময় লাগবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তফসিল পুনর্বিন্যাসে 'ফোর আউট অব ফোর'

নির্বাচন কমিশন তাদের নেওয়া সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না। বারবার তফসিল পুনর্বিন্যাস, তারিখ পরিবর্তন ও সময়সূচি সংশোধনের মাধ্যমে একাধিকবার পূর্বের ঘোষণাকে পরিবর্তন করতে হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন। সাড়ে ১৮ ঘণ্টার ব্যবধানে দুবার তফসিল পুনর্বিন্যাস ও ৯ ঘণ্টার ব্যবধানে দুবার সময় পরিবর্তন করেছে তারা। প্রথমে ১৭ আগস্ট মনোনয়ন বিতরণ শুরুর কথা থাকলেও আগের রাতে স্থগিত করা হয়। পরদিন নতুন তফসিলে ২৪-২৬ আগস্ট সময় নির্ধারণ করা হলেও ২৬ আগস্ট জরুরি বৈঠকের পর সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

এরপর ২৭ আগস্ট বুধবার একই দিনে দুইবার তফসিল পরিবর্তন করা হয়—দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশন জানায় নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে রাতে জরুরি বৈঠক ডেকে আবার পরিবর্তন করে সর্বশেষ ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় কমিশন। এতে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, 'সব শিক্ষার্থীর সেন্টিমেন্টকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করেছে। এ কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

রাকসুর ইতিহাসে প্রথমবার প্রার্থী বাছাইয়ে ডোপ টেস্ট

প্রথমবারের মতো রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ডোপ টেস্টের খরচ বহন করছে কমিশন। ফল পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে। রাকসু ও সিনেট নির্বাচনের জন্য দুই দিনে এবং হল সংসদের জন্য চার দিনে এই কার্যক্রম চলবে। 

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, এক বা দুইদিনের মধ্যে প্রার্থীরা ডোপ টেস্টের প্রতিবেদন পেয়ে যাবেন। সেই প্রতিবেদন নিয়ে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো প্যানেল গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে। মনোনয়ন জমার পর প্যানেল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলছে ছাত্র সংগঠনগুলো।

রাকসু ও সিনেটের ২৫টি পদে মনোনয়ন তুলেছে ছাত্রদল

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে রাকসু কেন্দ্রীয় ও সিনেট পদের জন্য মোট ২৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদের জন্য ২৩টি এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ২টি মনোনয়ন ফর্ম তুলেছে।

ফর্ম উত্তোলন ও প্যানেল ঘোষণার বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই নেতাকর্মীদের মনোনয়ন ফর্ম উত্তোলনের নির্দেশ দিয়েছি। আমাদের সকল নেতা-কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম সংগ্রহ করে জমা দেবে। পরবর্তীকালে কেন্দ্রীয় নির্দেশে ছাত্রদল যথাসময়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।

হলগুলোতে মনোনয়ন তুলেছে ছাত্রশিবির

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, গত কয়েকদিনে রাকসু এবং হল সংসদে শিবির সমর্থিত প্যানেল থেকে ২১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছে। আসন্ন রাকসু নির্বাচন, হল সংসদ নির্বাচনে শিবিরের ইনক্লুসিভ প্যানেল থাকবে, ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমরা প্যানেল অফিশিয়ালি প্রকাশ করব।

জোটবদ্ধ হয়ে নির্বাচনী প্রস্তুতিতে বাম সংগঠনগুলো

ছয়টি বাম সংগঠনের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ নির্বাচনী প্রস্তুতিতে মাঠে নেমেছে। ইতোমধ্যে জোট থেকে ২৮ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। শীঘ্রই প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্রজোট।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, এখনো আমাদের অনেক সংগঠনের সাথে আলোচনা চলছে, তারা আমাদের সাথে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, এরকম কথা আছে। এজন্য এখন পর্যন্ত আমরা প্যানেল ঘোষণা করতে পারছি না। আমরা মনোনয়ন জমাদানের পরে, সংবাদ সম্মেলনের  মাধ্যমে প্যানেল ঘোষণা করব।

মনোনয়ন সংগ্রহে শীর্ষে স্বতন্ত্র প্রার্থীরা

রাবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন সংগ্রহে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। পঞ্চম দিন শেষে কেন্দ্রীয় ২৩ টি মোট ১৯৯ জন মনোনয়ন তুলেছেন, এর মধ্যে বেশিরভাগই নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা । তবে এখনো ছাত্রদল ছাড়া অন্য বড় ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় পদে মনোনয়ন তোলার তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের দলিল হয়ে থাকবে আমার এই মনোনয়ন। আমি দল-গোষ্ঠীর বাইরে, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বে প্রার্থী হয়েছি।

নারীবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নেওয়া প্রথম নারী স্বতন্ত্র প্রার্থী নিশা আক্তার বলেন, রাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমি মনোনয়ন নিয়েছি। নিরাপদ ক্যাম্পাস, নারী নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করাই আমার লক্ষ্য।