জাকসুতে ছাত্রদল প্যানেলে ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী-ইয়ামিন 

কাজী মৌসুমী আফরোজ ও ইয়ামিন হাওলাদার
কাজী মৌসুমী আফরোজ ও ইয়ামিন হাওলাদার © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন কাজী মৌসুমী আফরোজ ও ইয়ামিন হাওলাদার। এবার আসন্ন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। 

‘বি’ ইউনিটে মেয়েদের মেধাতালিকায় প্রথম হওয়া কাজী মৌসুমী আফরোজ ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়ছেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটে ছেলেদের মেধাতালিকায় প্রথম হওয়া ইয়ামিন হাওলাদার শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

নির্বাচনে অংশগ্রহণের কারণ হিসেবে মৌসুমী আফরোজ বলেন, একজন নারী হিসেবে আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হই সেগুলো নিয়ে কাজ করবো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে যে কনসাল্টেন্ট দরকার সেটা নিয়ে কাজ করবো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নারীরা পিছিয়ে না থাকে তাঁরা যেন সবক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে কাজ করবো। সর্বোপরি আমি একটা নিরাপদ জাহাঙ্গীরনগর দেখতে যেখানে সবাই গণতান্ত্রিক ও নিজের মতাদর্শ চর্চা করবে।

আরও পড়ুন: ছাত্রলীগের কমিটিতে থাকায় দল থেকে বহিষ্কৃত সেই নীতু ‘ব্যাখ্যা ছাড়াই’ ছাত্রদলের প্যানেলে

ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করার বিষয়ে ইয়ামিন হাওলাদার বলেন,‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার মেধা ও যোগ্যতার প্রতি আস্থা রেখে যে মূল্যায়ন করেছে, এজন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আধুনিক, মুক্তচিন্তার ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস; শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক সমস্যার সমাধান করা আমার মূল লক্ষ্য থাকবে। এছাড়া অটোমেশন পদ্ধতি ও ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ যেন থাকে সেটা নিয়ে কাজ করবো।'

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, যারা তুলনামূলক চৌকস ও ভালো ফলাফলধারী ও ভালো পজিশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন প্যানেলে আমরা তাদেরকে গুরুত্ব দিয়েছি। সব মিলিয়ে মেধা-প্রজ্ঞা, বিভাগে পরিচিত এবং সাংগঠনিক দক্ষতা আমলে নিয়ে আমরা তাদেরকে প্যানেলে রেখেছি।’ 

এর আগে, গতকাল ২৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখীকে মনোনীত করা হয়েছে৷বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ প্রাঙ্গণে ছাত্রদলের ২৫ সদস্যের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। প্যানেল ঘোষণা শেষে ‘অদম্য চব্বিশ’ প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছেন প্রার্থীরা।