এশিয়া কাপ নয়, নেদারল্যান্ডস সিরিজেই ফোকাস টাইগার কোচের
- ৩১ আগস্ট ২০২৫, ১১:০৯
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজ শেষেই মহাদেশীয় মহারণের জন্য দুবাইয়ের বিমান ধরবে টাইগাররা। শনিবার (৩০ আগস্ট) শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। তবে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এখনই এশিয়া কাপ নিয়ে ভাবতে চান না তিনি, বরং পুরো মনোযোগ দিচ্ছেন নেদারল্যান্ডস সিরিজে।
শুক্রবার (২৯ আগস্ট) সিলেটে ম্যাচ পূরবর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘ক্যাম্প ভালো হয়েছে। বৃষ্টিও ছিল কিছুটা। দিনে বেশ ভালো ক্যাম্প হয়েছে, সুন্দর ক্যাম্প হয়েছে। (কোনো টুর্নামেন্টের) ফাইনালে যেতে হলে এর আগের ধাপগুলো তো পার করতে হবে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে। এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ খেলছি আমরা। এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’
অবশ্য শ্রীলঙ্কা সফরের পারফরম্যান্স সামনে ধরে রাখার ইঙ্গিতও দিয়েছেন সিমন্স। তার ভাষ্যমতে, ‘শ্রীলঙ্কা সিরিজে যা করেছি তা চালিয়ে যেতে চাই। কিছুটা মিরপুর থেকেও নিতে চাই, তবে আমার মনে হয় না মিরপুরে উইকেট অত ভালো ছিল শ্রীলঙ্কার মত। তবে শ্রীলঙ্কায় যেমনটা করেছি সেটাই চালিয়ে যেতে চাইব সামনে।’
পাওয়ারহিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করে ক্রিকেটাররা কতটা উন্নতি করেছেন, সেটাও মাঠেই প্রমাণ হবে বলে মনে করছেন প্রধান কোচ। প্রধান কোচ জানান, ‘আসলে আমরা এখনও এটা দেখতে পারিনি। সামনে দেখব আশা করি। কিছু প্লেয়াররা পাওয়ারহিটিং নিয়ে ট্রেনিংয়ে কাজ করেছে। মাঠে নামলে দেখা যাবে জুলিয়ান উডের টোটকায় কতটা কাজ হয়েছে।’
উল্লেখ্য, ৩০ আগস্ট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গড়াবে ম্যাচটি।