বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ ক্রিকেটার, ভোট হবে শুধু সভাপতি পদে

কোয়াব নির্বাচন
কোয়াব নির্বাচন © সংগৃহীত

আগামী ৪ সেপ্টেম্বর দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে আসন্ন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী পাওয়া নিয়েই সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। কেবম সভাপতি পদে নির্বাচন হবে, যেখানে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন লড়বেন। 

এবারের নির্বাচনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এবার জিএস পদ নেই। কেবল সভাপতি, সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ সদস্য হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। 

এ নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'এখন পর্যন্ত প্রায় ১২ জন মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে দুজন সভাপতি পদে এবং বাকি ৯ জন সহ-সভাপতি ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান পরিস্থিতিতে প্রায় ১০ জন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। কেবল সভাপতি পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সেলিম শাহেদ ও মিঠুন আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।'

তিনি আরও বলেন, 'নারীরা যারা বর্তমানে জাতীয় দলে খেলছেন, তারা সবাই সদস্য হয়েছেন এবং তাদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হয়েছে এবং এখানে কেউ বাদ পড়েনি। যেমনভাবে সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা, বর্তমান সক্রিয় প্রথম শ্রেণির ক্রিকেটাররা এবং সক্রিয় নারী ক্রিকেটাররা যারা জাতীয় দলে আছেন সবাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।'