১৮তম শিক্ষক নিবন্ধনে কুড়িগ্রাম সরকারি কলেজের সাফল্য, নিয়োগ পেল দেড় শতাধিক
- ৩০ আগস্ট ২০২৫, ১৬:৪৫
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ। এবার এ কলেজ থেকে ১৫০ জনেরও বেশি প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে ইংরেজি বিভাগ, যেখানে ৪০ জনের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এটি জেলার মধ্যে সর্বোচ্চ অর্জন।
এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান,‘দিন দিন এ প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। আমি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের বলবো, তারা যেন শিক্ষকদের সঙ্গে সদাচরণ বজায় রেখে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করে। এখন আর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের অবহেলার চোখে দেখার সুযোগ নেই। তারা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে গুরুত্বপূর্ণ চাকরিক্ষেত্রে নিজেদের দক্ষতার ছাপ রাখছে। এরই প্রমাণ আমরা ১৬তম ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলেও দেখেছি।’
শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাফল্যের ধারাবাহিকতায় এ কলেজ ইতোমধ্যে নতুন মাইলফলক তৈরি করেছে। উল্লেখ্য, ১৬ ও ১৭তম নিবন্ধনে সারা বাংলাদেশে প্রভাষকের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীও কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী।সদ্য প্রকাশিত ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রেজাল্টেও বিভাগীয় পর্যায় গুরুত্বপূর্ণ পজিশন এই প্রত্যন্ত কলেজটির ঝুলিতেই।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ সাফল্য আনন্দের বন্যা বয়ে এনেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি কেবল কলেজের সুনামই বৃদ্ধি করেনি, বরং পুরো কুড়িগ্রাম জেলাকে গর্বিত করেছে।