মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠান
- ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০২
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বালক ও বালিকা শাখায় পৃথকভাবে সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মাহবুব-উল-আলম (অব.) এর সভাপতিত্বে ফুয়াদ আল-খতিব অডিটোরিয়ামে আয়োজিত হয়। বালিকা শাখায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. হাবিবা আক্তার চৌধুরী সুইট।
অনুষ্ঠানে মানারাত ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ বলেন, ‘রাসূল (সা.)-এর জীবনী আমাদের জন্য আদর্শ। তরুণ প্রজন্ম যদি সীরাতকে জীবনাচরণে ধারণ করে তবে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।’
মানারাত ট্রাস্টের সদস্য ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. উমর আলী তাঁর বক্তব্যে বলেন, ‘সীরাতুন্নবী (সা.) কেবল ধর্মীয় দিকনির্দেশনা নয়, এটি মানবতার সর্বজনীন শিক্ষা। শিক্ষার্থীদের এই শিক্ষার আলোকে আত্মগঠনে উদ্বুদ্ধ হতে হবে। আজকের তরুণ সমাজকে সীরাতের আলোয় আলোকিত হতে হবে। তবেই তারা সঠিক নেতৃত্ব দিতে পারবে।’
মানারাত ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বোর্ড মেম্বার প্রফেসর এটিএম ফজলুল হক বলেন, ‘নবীজির জীবনাদর্শ আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে সৎ, ন্যায়পরায়ণ ও সত্যবাদী হতে শিক্ষা দেয়। শিক্ষার্থীরা যদি তা ধারণ করে তবে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুর-ই-এলাহী। তিনি বলেন, ‘রাসূল (সা.)-এর সীরাত হলো অন্ধকারে আলোর প্রদীপ। শিক্ষার্থীরা যদি এর আলোকে নিজেদের গড়ে তোলে তবে জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলীর সমন্বয়ে তারা আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মাহবুব-উল-আলম (অব.) বলেন, ‘আমরা যদি কুরআন ও সীরাতকে জীবনযাপনে ধারণ করতে পারি তবে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে।’
এর আগে ২৪ ও ২৫ আগস্ট অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ড. মো. মাকসুদুল আলম এবং শারমিন আক্তার-এর নেতৃত্বে ৪ টি ক্যাটাগরিতে ম্যাথ ও সাইন্স অলিম্পিয়াড, ক্রাফ্ট অলিম্পিয়াড, জেনারেল নলেজ অলিম্পিয়াড এবং কমার্স অলিম্পিয়াড-এ আয়োজন করা হয়। ২৬ ও ২৭ আগস্ট সীরাতুন্নবী (সা.) এর আহ্বায়ক ড. মোহাম্মাদ আব্দুল হালিম এর নেতৃত্বে আজান, ক্বিরাত এবং ইসলামিক গানের প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কলেজ প্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজায় আর্ট ডিপার্টমেন্ট, যা পুরো অনুষ্ঠানে আধ্যাত্মিক আবহ সঞ্চার করে। এ অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা.), অলিম্পিয়াড এবং টপ টেন শিক্ষার্থীর পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রধান অতিথির হাত থেকে সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক গান, হামদ ও না’তে রাসূল পরিবেশিত হয়।