গোপালগঞ্জে জাল টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন
গ্রেপ্তার দুজন © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাল টাকাসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কানু মিয়ার ছেলে এনামুল হক ইমাম (৩৬) ও গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রাকিব হাসান (৩২)।

এ তথ্য নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে জাল টাকা দিয়ে ওই দুই যুবক ঘোনাপাড়া বাজারে কেনাকাটা করেন। তখন বাজারের এক দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন তারা। নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে আশপাশের লোকজনকে ডাকেন তিনি। তখন স্থানীয় লোকজন তাদের তল্লাশি করে আরও দুটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে।’

ওসি কামাল আরও বলেন, পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে জাল টাকা গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে আটক দুই যুবক জাল টাকা ব্যবসায়ী।