মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

এ এম এম নাসির উদ্দিন ও ট্রেসি অ্যান জ্যাকবসন
এ এম এম নাসির উদ্দিন ও ট্রেসি অ্যান জ্যাকবসন © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব আশ্রাফুল আলম। তিনি বলেন, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। (মার্কিন) দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশের সড়ক অবরোধ করায় নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে, বেলা  সাড়ে ১১টার দিকে আঁগারগাওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ এর ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।