আগারগাঁও অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ
- ২৮ আগস্ট ২০২৫, ১৭:১৪
রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। তিন দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া; এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
শেকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী ও কৃষিবিদ ঐক্য পরিষদের সদস্য ইমরান হোসেন ইমন বলেন, ‘১০ম গ্রেডের পদগুলোতে ডিপ্লোমাধারীরা একচেটিয়া দখল বজায় রেখেছে, এটি কৃষি খাতের জন্য হুমকিস্বরূপ। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি— এই তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।