রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়নের ওপরে

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক © লোগো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৭ আগস্ট) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ৩৩ লাখ ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ বিলিয়ন ৩১ লাখ ডলার।

এর আগে, রবিবার (২৪ আগস্ট) দিন শেষে গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী তা নেমে আসে ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের ‘অ্যাসিড টেস্ট’ ডাকসু নির্বাচন

তবে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে গত জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়েছিল—যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম-৬ অনুযায়ী ওই সময় রিজার্ভ দাঁড়ায় ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। এর আগে ২০২৩ সালের মার্চের শুরুতে সর্বশেষ রিজার্ভ ৩২ বিলিয়নের নিচে নেমেছিল।

দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। তবে পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে তা কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাই শেষে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে যায়।

সরকার পরিবর্তনের পর থেকে অর্থপাচারে কঠোর নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপে ডলার প্রবাহ বেড়েছে। হুন্ডি কার্যক্রম কমে যাওয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হয়েছে। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।