চবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন কমিটির আত্মপ্রকাশ, পাঁচ দফা দাবি
- ২৮ আগস্ট ২০২৫, ২০:২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) বিষয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন তারা।
চাকসু নির্বাচন ও ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে তাদের পাঁচ দফা দাবি হলো- গঠনতন্ত্রে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে, তা বাতিল করতে হবে, দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক পদ নারী-পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে, গঠনতন্ত্রে 'মুক্তিযুদ্ধ ও গণঅভুত্থান বিষয়ক সম্পাদক" পদ অন্তর্ভুক্ত করতে হবে, গঠনতন্ত্রে 'আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক" অন্তর্ভুক্ত করতে হবে এবং বর্তমান প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ রয়েছে, তাই প্রক্টরিয়াল টিমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রায়নের যে ধারা সূচিত হয়েছিল, তার অন্যতম ফলশ্রুতি হিসেবে শিক্ষার্থীদের দাবি ছিল চাকসু নির্বাচন। কিন্তু দুঃখজনকভাবে গত তিন যুগেরও অধিক সময় ধরে এই নির্বাচন বন্ধ রয়েছে। অবশেষে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাকসু নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা হলেও সম্প্রতি প্রকাশিত গঠনতন্ত্র শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
বক্তারা আরও বলেন, এতে সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে তীর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গঠনতন্ত্রে এসব বিষয় সংশোধন করতে হবে।
এ সময় উপস্থিত বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিলম্বে গঠনতন্ত্র সংশোধন, তফসিল ঘোষণা এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।