কুবিতে বিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় পঞ্চম রাবিপ্রবি
- ৩১ আগস্ট ২০২৫, ০১:০৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী সংগঠন সিএসই সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে পঞ্চম হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘জিরো ওর ওয়ান’।
বুধবার (২৭ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাবিপ্রবির টিম ‘Zero Or One’ এর হয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এম আকতারুজ্জামান অপু, ইশতিয়াক উদ্দিন ও হৃদয় বড়ুয়া অংশগ্রহণ করেন। রাবিপ্রবি টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাঈনুদ্দিন।
প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১২টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৬টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪টি, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাদঁপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুটি করে এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও হামদর্দ বিশ্ববিদ্যালয় থেকে একটি করে মোট ৪০টি দল অংশগ্রহণ করে।